কর্মসংস্থানের দিক থেকে বিচার করলে সমগ্র জনসংখ্যার মাত্র ৮৪৫ জন বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে ৮৭.২২ % জন বছরে ছয় মাস বিভিন্ন চাকুরীসূত্রে আয় করেন; ১১.৯৫ % জন বছরে ছয় মাসের কম সময় ধরে বিভিন্ন সূত্রে আয় করেন। ৮৪৫ জন কর্মজীবীর মধ্যে ৬০ জনের প্রধান জীবিকা নিজস্ব জমিতে বা যৌথ মালিকানায় চাষ এবং ২৩৪ জন ক্ষেত মজুর।
No comments:
Post a Comment