আয়তনে গুপ্তিপাড়া প্রায় ৭৩ হেক্টর বা ১৮০.৪৮ একর। ১৯৫১ খ্রীষ্টাব্দের আদমশুমারি অনুসারে এই গ্রামের জনসংখ্যা ছিল ৬৮৪ জন; অধিকাংশ বাসিন্দাই হিন্দু – জাতিতে ব্রাহ্মণ, বৈদ্য। ২০১১ খ্রীষ্টাব্দের আদমশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হয়ে ৫৫৭ টি পরিবারে ২১৬৯ জন বসবাস করেন। সাক্ষরতার হারের দিক থেকে বিচার করলে গুপ্তিপাড়ার অবস্থান পশ্চিমবঙ্গের মধ্যে বেশ উচ্চ স্থানই অধিকার করে। ২০১১ খ্রীষ্টাব্দের আদমশুমারি অনুসারে সমগ্র পশ্চিমবঙ্গে গড় সাক্ষরতার হার যেখানে ৭৬.২৬%, সেখানে গুপ্তিপাড়ায় ৮৩.৯২ %। এখানে পুরুষের সাক্ষরতার হার ৮৭.২২ % ও মহিলাদের ৮০.৫৭ % ।
No comments:
Post a Comment