গুপ্তিপাড়া, বাংলার অন্যতম জনপ্রিয় ও ‘এন্টনি ফিরিঙ্গি’ চলচ্চিত্র খ্যাত প্রসিদ্ধ কবিয়াল 'ভোলা ময়রা' র জন্মভূমি। ‘ভোলা ময়রা’র পিতৃদত্ত নাম ভোলানাথ নায়েক – পারিবারিক পেশার কারণেই নামকরণ হয় ভোলা ময়রা। বাংলার নবাব সিরাজউদ্দৌলার অন্যতম প্রধান সেনাপতি ‘মোহনলাল’ এই গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করেন; যদিও ‘মোহনলালের’ সঠিক জাতি, ধর্ম বিষয় জানা যায় না। রাজা রামমোহন রায়ের সঙ্গীত শিক্ষাগুরু ‘কালী মির্জা’ গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করেন। ‘কালী মির্জা’র পিতৃদত্ত নাম কালীদাস মুখোপাধ্যায়। সংস্কৃত ব্যতীত ফার্সি ও উর্দু ভাষায় পারদর্শিতা, ইসলাম শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও ইসলাম ধর্মাবিলম্বীগণের ন্যায় পরিধান ব্যবহারের জন্য তিনি ‘মির্জা’ নামে সমধিক প্রসিদ্ধি লাভ করেন। কিছুদিনের জন্য বর্ধমানে রাজা প্রতাপ চাঁদ’এর সঙ্গীত সভার আসনও অলংকৃত করেন। ‘কালী মির্জা’র প্রধানতম পৃষ্ঠপোষক ছিলেন পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুর যিনি নিধি গুপ্ত বা নিধুবাবু ‘টপ্পা’ গানের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন ঘটান; নিধুবাবুও এই অঞ্চলেরই মানুষ। গীতিকার, সুরকার ‘কালী মির্জা’ রচিত ও সুরারোপিত বিভিন্ন প্রকারের সঙ্গীত প্রভূত জনপ্রিয়তা লাভ করে। কালী,রাধা,কৃষ্ণ প্রভৃতিকে কেন্দ্র করে প্রেম ও ভক্তি রসাত্মক বহু সঙ্গীত সৃষ্টির মাধ্যমে ‘কালী মির্জা’এক নতুন ধারার প্রবর্তন করেন।
এই ব্লগটিতে আপনি পেয়ে যাবেন গুপ্তিপাড়া সম্বন্ধিত বিভিন্ন তথ্য ও এর সাথে থাকছে আরো দরকারি দরকারি অনেক তথ্য।।
Subscribe to:
Post Comments (Atom)
-
#গুপ্তিপাড়া GuptiPara, Hooghly নদিয়া, বর্ধমান ও হুগলি – এই তিন জেলার সম্মিলিত কেন্দ্রস্থলে অবস্থিত গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া, পশ্চিমবঙ...
-
গুপ্তিপাড়ার রথ পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘতম বা সর্বাপেক্ষা উচ্চতা বিশিষ্ট। ওড়িশার পুরীর মন্দিরের রথ সমগ্র ভারতবর্ষে অন্যান্য রথের তুলনায...
-
অঙ্গীকার হোক ভাইয়ে ভাইয়ে চারিপাশ হোক শান্ত প্রাণের নাম এই গুপ্তিপাড়ায় আসুক নেমে বসন্ত
No comments:
Post a Comment