গুপ্তিপাড়ার রথ পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘতম বা সর্বাপেক্ষা উচ্চতা বিশিষ্ট। ওড়িশার পুরীর মন্দিরের রথ সমগ্র ভারতবর্ষে অন্যান্য রথের তুলনায় সর্বাধিক দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় দীর্ঘতম দূরত্ব (প্রায় ২ কিলোমিটার) অতিক্রম করে পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়ার রথ। উনবিংশ শতকের প্রারম্ভে নির্মিত বৃন্দাবনচন্দ্রের মন্দির থেকে গুপ্তিপাড়ার রথ প্রতি বছর রথযাত্রার দিন গুপ্তিপাড়ার বড়বাজারে শ্রী গোপাল মন্দিরের উদ্দেশ্য, শুভ যাত্রার সূচনা করে। এই রথের চারটি রশি বা দড়ি’র একটি পিছনে থাকে ও রথ’এর ‘ব্রেক’ রূপে কাজ করে; একটি রশি কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। বাকি দুটি রশি’র সাহায্যে রথ সম্মুখভাগে পরিচালিত করা হয়। এখানে সোজা রথের দিন গঙ্গা তীরবর্তী মন্দির থেকে রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ‘গুণ্ডিচা-ঘর’এ আসেন। রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়ায় লক্ষাধিক মানুষের সমাগম হয়; বসে বিরাট মেলা।
এই ব্লগটিতে আপনি পেয়ে যাবেন গুপ্তিপাড়া সম্বন্ধিত বিভিন্ন তথ্য ও এর সাথে থাকছে আরো দরকারি দরকারি অনেক তথ্য।।
Monday, 4 February 2019
গুপ্তিপাড়ার রথযাত্রা।।
গুপ্তিপাড়ার রথ পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘতম বা সর্বাপেক্ষা উচ্চতা বিশিষ্ট। ওড়িশার পুরীর মন্দিরের রথ সমগ্র ভারতবর্ষে অন্যান্য রথের তুলনায় সর্বাধিক দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় দীর্ঘতম দূরত্ব (প্রায় ২ কিলোমিটার) অতিক্রম করে পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়ার রথ। উনবিংশ শতকের প্রারম্ভে নির্মিত বৃন্দাবনচন্দ্রের মন্দির থেকে গুপ্তিপাড়ার রথ প্রতি বছর রথযাত্রার দিন গুপ্তিপাড়ার বড়বাজারে শ্রী গোপাল মন্দিরের উদ্দেশ্য, শুভ যাত্রার সূচনা করে। এই রথের চারটি রশি বা দড়ি’র একটি পিছনে থাকে ও রথ’এর ‘ব্রেক’ রূপে কাজ করে; একটি রশি কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। বাকি দুটি রশি’র সাহায্যে রথ সম্মুখভাগে পরিচালিত করা হয়। এখানে সোজা রথের দিন গঙ্গা তীরবর্তী মন্দির থেকে রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ‘গুণ্ডিচা-ঘর’এ আসেন। রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়ায় লক্ষাধিক মানুষের সমাগম হয়; বসে বিরাট মেলা।
Subscribe to:
Post Comments (Atom)
-
#গুপ্তিপাড়া GuptiPara, Hooghly নদিয়া, বর্ধমান ও হুগলি – এই তিন জেলার সম্মিলিত কেন্দ্রস্থলে অবস্থিত গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া, পশ্চিমবঙ...
-
গুপ্তিপাড়ার রথ পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘতম বা সর্বাপেক্ষা উচ্চতা বিশিষ্ট। ওড়িশার পুরীর মন্দিরের রথ সমগ্র ভারতবর্ষে অন্যান্য রথের তুলনায...
-
গুপ্তিপাড়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ‘সেন রাজা’দের বাড়ির দুর্গাপূজায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন ও এঁদের মধ্যে ১২ জন একত্রিত হয...
No comments:
Post a Comment