Tuesday, 11 December 2018

বারোয়ারী দুর্গা পূজা এর প্রচলন।।

বিশ্বের বিভিন্ন ভাষার শব্দভাণ্ডারে নতুন শব্দগুলির গল্পগুলি সবসময় আকর্ষণীয় হয়ে উঠেছে, তবে সম্ভবত এটির মধ্যে কোনটিই বাঙ্গালী শব্দভাণ্ডারের "বারোয়ারী" শব্দটি যোগ হওয়ার মতো আকর্ষণীয় নয়, "বারোয়ারী" মানে সম্প্রদায় থেকে, এবং সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে সংগঠিত দুর্গাপূজা এর করার পদ্ধতি।।
বারোয়ারী শব্দটি হুগলি জেলার গুপ্তিপাড়া নামক জায়গা থেকে উদ্ভূত। 1761 সালে (1790 মতান্তরে) কিছু লোককে দুর্গা পূজাতে অংশ নিতে বাধা দেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন একটি কমিটি গঠন করেন এবং প্রথম বারোয়ারি (বারো = বারো এবং ইয়ার = বন্ধু) দুর্গা পুজো সংগঠিত করেন। ১৪২০ সালের মে মাসে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল, যা শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়েছিল।।
https://www.facebook.com/ebar.guptipara/

Sunday, 9 December 2018

গুপ্তিপাড়া নামটি কোথা থেকে এসেছে?

গুপ্তিপাড়া গঙ্গা নদীর পাশে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক শহর, নাদিয়া, হুগলি ও বর্ধমানের তিনটি জেলার মধ্যবর্তী অবস্থিত।

গুপ্তিপাড়া নামটি গুপ্তপল্লি থেকে উদ্ভূত - প্রাচীন কালের 760 খ্রি। 1585 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সময় জগৎগুরু শঙ্করাচার্যের প্রধান শিষ্য সত্যদেব সরস্বতী গুপ্তিপাড়ার ব্রিন্দবান চন্দ্র মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।



Guptipara is situated in the middle of the Ganges River, an ancient historic city, between three districts of Nadia, Hooghly and Burdwan.

The name Guptipara's derives from Guptapalli - 760 AD of ancient times. During the Emperor Akbar in 1585, Satyadev Saraswati, the chief disciple of Jagatguru Shankaracharya, established the Brindaban Chandra Temple at Guptaipara.

https://www.facebook.com/ebar.guptipara/

Guptipara railway
Guptipara Railway.

TEST